Home/news
A one-day training workshop on "Integrated Teaching" was organized at Parkview Medical College, Sylhet today, on 09/10/2025.

পার্কভিউ মেডিকেল কলেজ, সিলেট এ অদ্য ০৯/১০/২০২৫ইং তারিখে “Integrated Teaching” বিষয়ক ১ দিনের প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়। উক্ত প্রশিক্ষণ কর্মশালায় প্রশিক্ষক হিসাবে উপস্থিত ছিলেন ডাঃ থানাদার তামজিদা তাপু, সহকারী অধ্যাপক(মেডিকেল এডুকেশন), সেন্টার ফর মেডিকেল এডুকেশন, ঢাকা। পার্কভিউ মেডিকেল কলেজ এর অধ্যক্ষ অধ্যাপক ডাঃ দিলীপ কুমার ভৌমিকের সভাপতিত্ত্বে প্রশিক্ষণ কর্মশালায় সকল অধ্যাপক, সহযোগী অধ্যাপক ও সহকারী অধ্যাপকগণ অংশগ্রহণ করেন।