Home/news
Parkview Medical College, Sylhet, organizes the observance of "Shaheed Dibash and International Mother Language Day-2025."
পার্কভিউ মেডিকেল কলেজ সিলেট এর উদ্যোগে “শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৫” উদযাপন। ভোরবেলা কলেজ প্রাঙ্গণ থেকে প্রভাতফেরী বের হয়ে সিলেট কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়, এতে উপস্থিত ছিলেন পার্কভিউ মেডিকেল কলেজ, সিলেট এর অধ্যক্ষ অধ্যাপক ডা: দিলীপ কুমার ভৌমিক, একাডেমিক কোঅর্ডিনেটর অধ্যাপক ডা: বেগম লুৎফুন নাহার, কলেজের শিক্ষকগণ ও শিক্ষার্থীরা, পার্কভিউ মেডিসিন ক্লাবের সদস্য এবং পার্কভিউ মেডিকেল হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকগণ সহ পার্কভিউ নাসিং কলেজের শিক্ষার্থীরা।