Home/events
.
পার্কভিউ মেডিকেল কলেজের ২০২১-২২ইং সেশনের (৯ম ব্যাচ) ওরিয়েন্টেশন প্রোগ্রাম বিগত ১০ই আগস্ট ২০২২ইং রোজঃ বুধবার অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে বাংলাদেশী ও বিদেশী শিক্ষার্থী এবং অভিভাবকবৃন্দের স্বতঃস্ফুর্ত অংশগ্রহণ ছিল। অনুষ্ঠানটি পবিত্র কোরআন তেলাওয়াত ও পবিত্র গীতা পাঠের মাধ্যমে শুরু হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডাঃ মোর্শেদ আহমেদ চৌধুরী এবং সভাপতিত্ব করেন পার্কভিউ মেডিকেল কলেজের মাননীয় অধ্যক্ষ অধ্যাপক ডাঃ দিলীপ কুমার ভৌমিক।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ফিজিওলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডাঃ সায়মা হক লিসা। উক্ত অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন পার্কভিউ মেডিকেল কলেজের প্রাক্তন অধ্যক্ষ অধ্যাপক অছুল আহমেদ চৌধুরী, পার্কভিউ হেলথ কেয়ার (প্রঃ) লিমিটেড-এর মাননীয় চেয়ারম্যান ডাঃ আব্দুল হাই, পার্কভিউ মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডাঃ মোঃ আব্দুছ ছালাম, উপাধ্যক্ষ ও কার্ডিওলজি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডাঃ মুহাম্মদ শাহাবুদ্দীন, বায়োকেমিস্ট্রি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক বিধান চন্দ্র দেবনাথ প্রমুখ। নতুন শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন মোঃ মোসাদ্দিক আহমেদ ও শিখা গৌতম।
অতিথিবৃন্দ তাদের বক্তব্যে শিক্ষার্থীদেরকে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেন এবং তাদের উজ্জল ভবিষ্যৎ কামনা করেন।